সংসদীয় আসন এলাকা ফিরে পেতে চান কুমিল্লার মেঘনা- হোমনা উপজেলার মানুষ। এনিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর কয়েক দফা আবেদন, গণসমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে মেঘনা ও হোমনা উপজেলার বাসিন্দারা। আবেদনে স্বাক্ষর করেছেন মেঘনা ও হোমনা উপজেলার চেয়ারম্যান, দুই উপজেলার আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সর্বশেষ সোমবার অনুষ্ঠিত গণসমাবেশের আয়োজন করে মেঘনা উপজেলা আওয়ামী লীগ। সমাবেশে ‘সংসদীয় আসন এলাকা ফিরিয়ে দাও’ স্লোগান দেওয়া হয়। উপজেলার সব ইউনিয়নের আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপজেলা সদরের ভাটের চর এলাকায় মিলিত হন। এ সময় তারা সংসদীয় আসন পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, ২৪৯ নম্বর নির্বাচনী এলাকা কুমিল্লা-১ থেকে ২৫০ নম্বর নির্বাচনী এলাকা কুমিল্লা-২ এর সঙ্গে তারা যুক্ত হতে চান। কারণ দাউদকান্দির সঙ্গে তাদের ভূমির সম্পর্ক নেই। তাদের কাছের উপজেলা হোমনার সঙ্গে তারা মিলতে চান। গণসমাবেশে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম বলেন, দাউদকান্দির তিনটি ইউনিয়ন ও হোমনার চারটি ইউনিয়ন নিয়ে ১৯৯৮ সালে মেঘনা উপজেলা হয়েছে। কিন্তু যোগাযোগব্যবস্থা খারাপের কারণে সংসদীয় আসনে মেঘনাকে হোমনার সঙ্গে রাখা হয়। এখনো দাউদকান্দির সঙ্গে মেঘনার ভূমির যোগাযোগ নেই। চরাঞ্চল মেঘনার সঙ্গে হোমনার ভালো যোগাযোগ। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় মেঘনার সঙ্গে হোমনার পুলিশের সার্কেল রয়েছে। মেঘনার খাদ্য গুদাম হোমনায়। তিনি বলেন, দাউদকান্দির ৯টি ইউনিয়ন নিয়ে তিতাস উপজেলা গঠিত হয়। দাউদকান্দির আসন তিতাসের সঙ্গে করা প্রয়োজন। ১৯৫৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মেঘনার সংসদীয় আসন ছিল হোমনার সঙ্গে। ২০০৮ সালে অনির্বাচিত সরকার কিছু মানুষকে সুবিধা দিতে মেঘনা-হোমনা সংসদীয় আসন বাতিল করে। এরপর থেকে মেঘনার মানুষ একরকম বন্দি জীবনযাপন করছেন। মেঘনার তেমন উন্নয়ন নেই। মানুষের আন্দোলনের মুখে ২০১৮ সালে আসন পুনর্বহাল করা হয়। এরপর এক চক্রের চাপের মুখে জনমত উপেক্ষা করে তা আবার বাতিল করা হয়।
শিরোনাম
- রাশফোর্ডের জোড়া গোলে উড়ন্ত শুরু বার্সেলোনার
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি আজ
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মেঘনা ও হোমনা উপজেলা
সংসদীয় আসন এলাকা ফিরিয়ে দাও স্লোগানে গণসমাবেশ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর