সংসদীয় আসন এলাকা ফিরে পেতে চান কুমিল্লার মেঘনা- হোমনা উপজেলার মানুষ। এনিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর কয়েক দফা আবেদন, গণসমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে মেঘনা ও হোমনা উপজেলার বাসিন্দারা। আবেদনে স্বাক্ষর করেছেন মেঘনা ও হোমনা উপজেলার চেয়ারম্যান, দুই উপজেলার আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সর্বশেষ সোমবার অনুষ্ঠিত গণসমাবেশের আয়োজন করে মেঘনা উপজেলা আওয়ামী লীগ। সমাবেশে ‘সংসদীয় আসন এলাকা ফিরিয়ে দাও’ স্লোগান দেওয়া হয়। উপজেলার সব ইউনিয়নের আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপজেলা সদরের ভাটের চর এলাকায় মিলিত হন। এ সময় তারা সংসদীয় আসন পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, ২৪৯ নম্বর নির্বাচনী এলাকা কুমিল্লা-১ থেকে ২৫০ নম্বর নির্বাচনী এলাকা কুমিল্লা-২ এর সঙ্গে তারা যুক্ত হতে চান। কারণ দাউদকান্দির সঙ্গে তাদের ভূমির সম্পর্ক নেই। তাদের কাছের উপজেলা হোমনার সঙ্গে তারা মিলতে চান। গণসমাবেশে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম বলেন, দাউদকান্দির তিনটি ইউনিয়ন ও হোমনার চারটি ইউনিয়ন নিয়ে ১৯৯৮ সালে মেঘনা উপজেলা হয়েছে। কিন্তু যোগাযোগব্যবস্থা খারাপের কারণে সংসদীয় আসনে মেঘনাকে হোমনার সঙ্গে রাখা হয়। এখনো দাউদকান্দির সঙ্গে মেঘনার ভূমির যোগাযোগ নেই। চরাঞ্চল মেঘনার সঙ্গে হোমনার ভালো যোগাযোগ। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় মেঘনার সঙ্গে হোমনার পুলিশের সার্কেল রয়েছে। মেঘনার খাদ্য গুদাম হোমনায়। তিনি বলেন, দাউদকান্দির ৯টি ইউনিয়ন নিয়ে তিতাস উপজেলা গঠিত হয়। দাউদকান্দির আসন তিতাসের সঙ্গে করা প্রয়োজন। ১৯৫৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মেঘনার সংসদীয় আসন ছিল হোমনার সঙ্গে। ২০০৮ সালে অনির্বাচিত সরকার কিছু মানুষকে সুবিধা দিতে মেঘনা-হোমনা সংসদীয় আসন বাতিল করে। এরপর থেকে মেঘনার মানুষ একরকম বন্দি জীবনযাপন করছেন। মেঘনার তেমন উন্নয়ন নেই। মানুষের আন্দোলনের মুখে ২০১৮ সালে আসন পুনর্বহাল করা হয়। এরপর এক চক্রের চাপের মুখে জনমত উপেক্ষা করে তা আবার বাতিল করা হয়।
শিরোনাম
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- এবার লিটন দাসও হাঁকালেন শতক
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
মেঘনা ও হোমনা উপজেলা
সংসদীয় আসন এলাকা ফিরিয়ে দাও স্লোগানে গণসমাবেশ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর