মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

গুলি করে মা বক শিকার, অনাহারে বাচ্চাগুলোর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে সুমন নামে এক পাখি শিকারি ইয়ারগান দিয়ে গুলি করে চারটি মা বক শিকার করেছে। এতে বাসায় থাকা বাচ্চাগুলো অনাহারে মারা গেছে, ধারণা হচ্ছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে মৃত ফকিরচাঁদ মণ্ডলের বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ে গতকাল এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৫-১৬ বছর ধরে উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামে মৃত ফকিরচাঁদ মণ্ডলের বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ে শতাধিক বক বাসা বেঁধে থাকে। সেখানে ঘোপে ঘোপে ২৫-৩০ বাসায় বকের বাচ্চা ফোঁটে। রবিবার সকালে ওই বাঁশ ঝাড়ে বাসা বেঁধে থাকা বক শিকার করতে যায় শিকারি সুমন। এ সময় প্রতিবেশীরা তাকে নিষেধ করে। তবে শিকারি সুমন কারও নিষেধ না মেনে ইয়ারগান দিয়ে কয়েকটি বক শিকার করে। বাড়ির মালিক শহিদুল ইসলাম সেখানে গেলে সে পালিয়ে যায়। এ বিষয় শহিদুল ইসলাম উপজেলা, জেলা প্রশাসন ও বিভাগীয় বন্য প্রাণী সংরক্ষককে অবগত করেন।

শহিদুল ইসলাম বলেন, মা বকের মৃত্যুর পর অনাহারে বাঁশ ঝাড়টিতে থাকা বাচ্চাগুলোর আহাজারি শোনা যাচ্ছিল। তবে গতকাল থেকে তা শোনা যায়নি। ধারণা হচ্ছে বকের বাচ্চাগুলো অনাহারে মারা গেছে।

সর্বশেষ খবর