বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারও কোনো সন্দেহ নেই। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে আরও অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক-বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং ঢাকায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান।
আন্তর্জাতিক-বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু বলেন, বড় ধরনের পরিবর্তন হয়েছে। দ্বিতীয়বার স্বাধীনতা এসেছে। দেশের মানুষের মানবাধিকার রক্ষায় জাতিসংঘের বড় সমর্থন ছিল। এখন মানুষের শঙ্কা কেটে গেছে। সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে। সেখানে জাতিসংঘের সমর্থন প্রয়োজন রয়েছে। গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ সমর্থন দিচ্ছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কীভাবে সহায়তা করতে পারে, সেজন্য জাতিসংঘ সব অংশীদার, দল ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলছে। তিনি আরও বলেন, গত কিছুদিনে যা ঘটেছে, তার তদন্ত হবে বলেও জাতিসংঘ আশা করছে। এ ছাড়া দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সবাইকে শান্ত থাকতে হবে বলেও তিনি জানান।