দেশে নারী নির্যাতনের নৃশংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। নারী নির্যাতন এখন শুধু পারিবারিক সহিংসতার মধ্যে থেমে নেই। নির্যাতনের পর ভুক্তভোগী নারীদের পাশবিকভাবে হত্যাও করা হচ্ছে। ধর্ষণ ও যৌন হয়রানির মতো ঘটনাগুলোও উদ্বেগ তৈরি করছে। বিষেশজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর শিথিল কার্যক্রমের কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা বলেন, ক্রিমিনোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে বর্তমানে প্রশাসন কেবল দেশ চালাতে যেসব প্রয়োজনীয় কাজ সম্পাদন দরকার শুধু সেগুলোতে ব্যস্ত রয়েছে। সামাজিক অবক্ষয় এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নৃশংসতা দেখে মানুষ এ ধরনের নৃশংস কাজে জড়িয়ে পড়ছে বলেও অভিমত তাদের। বিশেষজ্ঞরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, এখন পুলিশ বাহিনী পরিপূর্ণভাবে দায়িত্বে নেই। পুলিশ সদস্যরা ভয়ে আছেন, পুলিশের জনবলেও ঘাটতি আছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েই এখন সবাই ব্যস্ত। ফলে যারা অপরাধ করছেন তারা ধরেই নিয়েছেন যে পুলিশ বাহিনী এখন নিষ্ক্রিয়। এ সুযোগে তারা অপরাধ করছে। আবার বিদ্যমান পরিস্থিতিতে ভুক্তভোগীদের কেউ থানায় গিয়ে অভিযোগ জানালেও পুলিশ সদস্যরা খুব একটা তৎপর হবেন না এ ভেবেও তাদের মাঝে অপরাধের প্রবণতা বেড়েছে। ইউটিউবসহ নানা সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতার কারণে সাধারণ মানুষ সহজেই নির্যাতনের বীভৎস ভিডিও দেখছে। এসব কনটেন্ট দেখে অপরাধপ্রবণ ব্যক্তিরা এ ধরনের অপরাধমূলক কাজে উৎসাহিত হচ্ছেন। আবার স্যাটেলাইট যুগে একসঙ্গে বিভিন্ন বিদেশি চ্যানেলে নৃশংস কনটেন্ট দেখেও মানুষ অপরাধপ্রবণ হয়ে পড়ছেন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত ৯ মাসে স্বামী ও নিজ পরিবারের সদস্যদের মাধ্যমে ৩৮২ জন নারী নির্যাতনের শিকার হন। এর মধ্যে স্বামীর নির্যাতনে মৃত্যু হয় ১২৯ জনের। নির্যাতনের কারণে আত্মহত্যা করেন ১২৬ জন। আর এ সময়ে ধর্ষণের শিকার হন ২৪১ জন। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ৮৮ জন। উত্ত্যক্ত্যের শিকার হন ১৭৪ জন নারী ও কিশোরী। গত ১১ নভেম্বর গভীর রাতে সাভারের কিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার একটি রেস্তোরার পিছন থেকে শান্তনা (২৮) নামে এক গৃহবধূর চার টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়। এ হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। নিহত ওই নারীর বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া এলাকায়। তিনি সাভারের দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী পেশায় দিনমজুর। গত ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরায় এক ব্যক্তির বাড়ির সামনে দিয়ে জোরে গান বাজিয়ে যাওয়ার কারণে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে হাতুড়িপেটা করে হত্যার ঘটনা ঘটে। সদর উপজলোর লাবসা ইউনিয়নের থানাঘাটা মোড় এলাকায় সংঘটিত এই ঘটনায় মূল অভিযুক্ত ইলিয়াস হোসেন (২৭) ও তার বাবা-মাসহ ৫ জনকে আটক করে র্যাবের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। নিহত বুদ্ধিপ্রতিবন্ধী নারীর নাম রোজিনা সুলতানা চুমকি (২০)। তিনি সাতক্ষীরা শহরের সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেনীর ছাত্রী ও থানাঘাটা গ্রামের রেজাউল করিমের মেয়ে। আর বগুড়ার দুপচাচিয়ায় উম্মে সালমা (৫০) নামে এক নারীকে হত্যার পর তার লাশ ডিপ ফ্রিজে রেখে যায় তারই ছেলে। র্যাবের দাবি, হাত খরচের টাকা এবং প্রেমের সম্পর্ক নিয়ে মনোমালিন্যের জেরেই মাকে হত্যার পর ডিপ ফ্রিজে বন্দী করে তারই ছেলে। গত ১০ নভেম্বর দুপুরে ‘আজিজয়া মঞ্জিল’ নামে বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত উম্মে সালমা (৫০) দুপচাচিয়া ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজার রহমানের স্ত্রী ছিলেন। নারী নির্যাতন প্রতিরোধ ও সহিংতার ঘটনা ঠৈকাতে প্রশাসনকে আরো কঠোর ও তৎপর হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নারী নির্যাতনের ঘটনাগুলো প্রতিরোধে এ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উনার উচিৎ হবে তৃণমূল প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করা। দেশের ইউএনও, ডিসিদের কাছে এ ব্যাপারে ব্যবস্থা নিতে কঠোর বার্তা পৌঁছে দেওয়া। যেসব জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আছে সেখানকার সমন্বয়কদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে মিলে দেশের সব জায়গা নারী নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর এই সমন্বয়কদের সঙ্গে লিয়াজো ব্যবস্থাপনার কাজ করবে মহিলা বিষয়ক মন্ত্রণালয়। সমাজকল্যাণ, মহিলা বিষয়ক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একসঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এখন যেহেতু স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর নয় সেজন্য কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটলে সেক্ষেত্রে ডিসি ও ইউএনওরা এ ব্যাপারে জবাবদিহি করবে।
শিরোনাম
- ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন : আপিল বিভাগ
- ফিলিস্তিনিদের ত্রাণ নিতেও দিচ্ছে না ইসরায়েল, ১০ জনকে হত্যা
- নগরভবনের সামনে আজও ইশরাক সমর্থকদের অবস্থান
- বাংলাদেশের শান্তিসেনাদের অভিবাদন
- বৈরী আবহাওয়ায় বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ
- হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ
- পাঞ্জাবের অনেক বাসিন্দাই অন্য দলকে সমর্থন করে : অর্শদীপ
- উপদেষ্টা বলেছেন আমাকে ‘কন্টিনিউ’ করাতে চান না: ফারুক আহমেদ
- সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে কাজ করছি
- বৈরী আবহাওয়া: বরিশাল থেকে ছোট লঞ্চ চলাচল বন্ধ
- ঢাকাসহ ৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
- তিন বিভাগেই ব্যর্থ দল
- সচিবালয়ে কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতি
- বাংলাদেশ ব্যাংকে ‘আয়নাবাজি’: ১২ বছর পর ধরা নকল ‘আনসারী’
- ম্যারাডোনার ‘হত্যা মামলা’ থেকে সরে দাঁড়ালেন বিচারক!
- আইপিএল প্লে-অফে থাকছেন না যেসব বিদেশি ক্রিকেটার
- ঘুরে দাঁড়ানোর প্রত্যয় লিটনের
- রাজধানীসহ সারা দেশে বৃষ্টি
- শীর্ষস্থান ধরে রাখলেন জো রুট
- ৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন
নারী নির্যাতনে ভয়াবহ নৃশংসতা
♦ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে পারিবারিক নির্যাতন ও ধর্ষণ ♦ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিলতায় বাড়ছে নির্যাতন অভিমত বিশেষজ্ঞদের
জিন্নাতুন নূর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর