চলতি বছরের নভেম্বর মাসে প্রবাসীরা ২২০ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এক বছর আগের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশের বেশি। গত বছরের নভেম্বরে প্রবাসীরা ১৯৩ কোটি ডলার পাঠিয়েছেন। গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৮২ কোটি ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২২ কোটি ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬২ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিবেদন মতে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে প্রবাসী আয় এসেছে ২৩০ কোটি ডলার। সেই হিসাবে নভেম্বরে রেমিট্যান্স কমেছে ৪ শতাংশের একটু বেশি। তবে এই অর্থবছরের মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ২৪০ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। জুলাই মাসে পাঠিয়েছেন ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি ডলার।