নওগাঁয় ১০ বছরের এক সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা। রোমহর্ষক ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চকের ব্রিজ রেলগেটের পাশে। নিহতরা হলেন- রাণীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর (জিয়ানীপাড়া) গ্রামের বাসিন্দা কোরবান আলী (৩৬) ও তার মেয়ে কুহিলী আক্তার (১০)। স্থানীয়দের দাবি নিহত কোরবান আলী বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি পেশায় একজন মৎস্যজীবী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোরবান আলী মেয়ে কুহিলীকে নিয়ে সকাল ১০টা থেকে চকের ব্রিজ এলাকায় রেললাইনের পাশে ঘোরাঘুরি করছিলেন। সকাল সাড়ে ১০টায় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চকের ব্রিজ এলাকা অতিক্রম করার সময় কোরবান আলী মেয়েকে দুই হাতে চেপে ধরে ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কোরবান আলীর ভাতিজা মোমিনুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে কোরবান মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর সাড়ে ১০টার দিকে জানতে পারি চকের ব্রিজ এলাকায় রেললাইনের ওপর তাদের বাবা ও মেয়ের দ্বি-খি ত লাশ পড়ে আছে। খবর পেয়ে ছুটে গিয়ে বাবা-মেয়ের লাশ শনাক্ত করা হয়। কোরবানের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্ত্রীর সঙ্গে কোরবানের পারিবারিক কলহ চলছিল। কয়েক দিন আগে তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। কোথায় গেছে সে খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে কোরবানের স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। এর জেরেই কোরবান মেয়েকে নিয়ে এক সঙ্গে আত্মহত্যা করে থাকতে পারে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।