সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। রাজধানীর বিভিন্ন বাজারে ৫ লিটারের বোতল সীমিত পরিমাণে পাওয়া গেলেও ২ লিটারের বোতল একেবারেই মিলছে না। খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা বলেছেন, কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে ক্রেতার পকেট কাটার ব্যবস্থা করা হয়েছে। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। মহাখালী কাঁচাবাজারে তেল কিনতে আসা মরিয়ম আক্তার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের ধারণা ছিল গণ অভ্যুত্থান-পরবর্তী সরকার সিন্ডিকেট ভেঙে দেবে। নতুন করে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বৃদ্ধির পর এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে। সিন্ডিকেট দমনে ব্যর্থ হয়েছে সরকার। সরকার বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৮৯ টাকা নির্ধারণ করে দিয়েছে। খোলা সয়াবিন তেলের দাম ধরেছে ১৬৯ টাকা। খোলা পাম তেল নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা। আর প্রতি ৫ লিটার সয়াবিন তেলের দাম বেঁধে দিয়েছে ৯২২ টাকা। গতকাল রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, বাজারে ২ লিটারের সয়াবিন তেলের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯২২ টাকায়। পাম তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৫৫ টাকায়, সুপার ১৭০ টাকা ও খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৯০ টাকা। বিক্রেতারা জানিয়েছেন, নতুন দামের ২ লিটারের বোতলের তেল পাওয়া না গেলেও ৫ লিটারের বোতল তেল পাওয়া যাচ্ছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। এ বিষয়ে কারওয়ান বাজারের রানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নজরুল বলেন, আপাতত বাজারে দুটি কোম্পানির তেলের সরবরাহ রয়েছে। দৈনিক ১০ কার্টনের চাহিদা থাকলেও ২ কার্টনের বেশি পাওয়া যাচ্ছে না। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বিভ্রান্তিকর তথ্য দিয়ে সরকারকে দিয়ে তেলের দাম বাড়িয়ে নিয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।
শিরোনাম
- সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাসে বোমা বিস্ফোরণ
- ইতালির যে গ্রামে বাড়ি কিনলেই মিলবে ২৩ হাজার ডলার
- চীনে ৩০ খ্রিস্টানকে গ্রেফতারের অভিযোগ, দমন পীড়নের শঙ্কা
- জাল নথির বিষয়ে সতর্ক করলো সুইডিশ দূতাবাস
- যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে ভূমি দখল করছে ইসরায়েল
- কেন সমুদ্রে বিস্ফোরিত হয় আলোচিত ডুবোযান টাইটান, জানাল যুক্তরাষ্ট্র
- পোষা প্রাণীর জন্য বিশ্বের প্রথম স্মার্টফোন ‘পেটফোন’ উন্মোচন
- ইবির পুকুরে ডুবে যাচ্ছিল দুই শিক্ষার্থী, উদ্ধার করলেন সিনিয়র
- শনিবার খোলা থাকবে ব্যাংক
- পঞ্চগড়ে বায়ুদূষণ রোধে জেলা প্রশাসককে স্মারকলিপি
- সিলেট রেলওয়ে স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় চার কলেজে সবাই ফেল
- চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্ক কনটেন্ট, শিশু সুরক্ষা নিয়ে তীব্র বিতর্ক
- ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান
- তিন ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে ভর্তিতে ইউজিসি’র সতর্কতা
- মেক্সিকোতে প্রবল বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৬৬, নিখোঁজ ৭৫
- এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় সাফল্য
- ব্ল্যাকবেরি ফিরছে অ্যান্ড্রয়েড রূপে
- মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ
- মোংলায় ‘৩১ দফা’ বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
আপডেট:
০১:৫০, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
সয়াবিন তেলের সংকট কাটেনি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর