সুনামগঞ্জের দিরাইয়ে ঝালমুড়িতে বেশি ঝাল হওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রান্ত দাশ নামের এক যুবক খুন হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ১২টার দিকে উপজেলার তলবাউসি গ্রাম সংলগ্ন হাওর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যা ৬টায় উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসি গ্রামে খুন হন প্রান্ত। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর নিহতের মামতো ভাই প্লাবন দাস ও তার বন্ধুরা মিলে ঝালমুড়ি খাচ্ছিলেন। এতে ঝাল বেশি হওয়ায় তাদের অপর বন্ধু শাকিলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এতে যোগ দেন তার ফুপাতো ভাই সেবক দাসের ছেলে পলাশ দাস। একপর্যায়ে পলাশ শাকিলকে আঘাত করলে তিনি দৌড়ে বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর শাকিল বল্লম নিয়ে পলাশকে খোঁজতে থাকেন। এ সময় পলাশকে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে (২০) রাস্তায় পেয়ে তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান শাকিল। একপর্যায়ে শাকিল তার হাতে থাকা বল্লম দিয়ে প্রান্তের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে শাকিল পালিয়ে যান।
এদিকে, গুরুতর আহত প্রান্তকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাকিল নামে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।