বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ইউনেস্কোর (আইইউসিএন) মহাবিপন্ন তালিকাভুক্ত বাটাগুর বাসকা কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে ৬৫টি বাচ্চা। গতকাল সকালে জন্ম নেওয়া বাচ্চাগুলোকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের সংরক্ষণ প্যানে রাখা হয়েছে।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গত ১৫ ফেব্রুয়ারি এ প্রজনন কেন্দ্রে থাকা মহাবিপন্ন তালিকাভুক্ত তিনটি বাটাগুর বাসকা কচ্ছপ ৮২টি ডিম দেয়। পরে সেগুলো সংগ্রহ করে বালুর মধ্যে রাখলে তা থেকে ৬৫টি বাচ্চা জন্ম নিয়েছে। বাচ্চাগুলো একটু বড় হলে সংরক্ষিত পুকুরে ছাড়া হবে। সুন্দরবন বিভাগ ইউনেস্কোর (আইইউসিএন) সহয়তা নিয়ে করমজলে ২০১৪ সালে বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ টিকিয়ে রাখতে প্রজনন কার্যক্রম শুরু হয়। চারটি পুরুষ ও চারটি স্ত্রী প্রজাতির কচ্ছপ দিয়ে প্রজনন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫২১টি ডিম পেড়েছে। তা থেকে ৪৭৫টি বাচ্চা ফোটে। বর্তমানে এই প্রজনন কেন্দ্রে ৪৫৮টি বাটাগুর বাসকা কচ্ছপ রয়েছে।