ডেঙ্গুর থাবায় আক্রান্ত হচ্ছে মানুষ, ঝরছে প্রাণ। ডেঙ্গু মোকাবিলায় বৈজ্ঞানিক অগ্রগতির আশা জানিয়েছেন আইসিডিডিআরবির বিজ্ঞানীরা। আন্তর্জাতিক গবেষকদের একটি দল উলবাকিয়া-সংক্রমিত এডিস ইজিপ্ট মশা সফলভাবে তৈরি করেছেন। এই মশাকে ‘ভালো মশা’ হিসেবেও ডাকা হয়। আইসিডিডিআরবি জানিয়েছে, এই মশা ঢাকা শহরের স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। দেশে ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত বা আর্বোভাইরাল ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে এটা নিরাপদ, জৈবিক পদ্ধতি ব্যবহারের নতুন দ্বার উন্মোচন করছে। নগরায়ন, অনিয়মিত বৃষ্টিপাত এবং উষ্ণ তাপমাত্রা এডিস মশার বিস্তারকে বাড়িয়ে তুলছে। মশার মধ্যে কীটনাশকের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়ায় এর কার্যকারিতা কমে যাচ্ছে। এজন্য পৃথিবীব্যাপী বিজ্ঞানীরা আরও টেকসই সমাধান খুঁজতে শুরু করেছেন। এর মধ্যে অন্যতম ‘ভালো মশা’ ব্যবহারের কৌশল। উলবাকিয়া ব্যবহারের কারণ হলো, এটি এডিস মশা দিয়ে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের সংক্রমণ রোধ করে কিন্তু এটি মানুষ বা পরিবেশের কোনো ক্ষতি করে না। উলবাকিয়া একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া যা প্রজাপতি, ফলের মাছি এবং কিছু মশার দেহে স্বাভাবিকভাবেই থাকে কিন্তু এডিস মশায় থাকে না। এই ব্যাকটেরিয়া মানুষ বা প্রাণীকে সংক্রমিত করতে পারে না এবং কামড় বা সংস্পর্শের মাধ্যমেও এটি ছড়ায় না। এডিস মশায় উলবাকিয়া প্রবেশ করিয়ে দুটি কৌশলে মশাবাহিত ভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমটি হলো দমন কৌশল। যেখানে শুধু পুরুষ উলবাকিয়া মশা বা ভালো মশা পরিবেশে ছাড়া হয়। এই পুরুষরা স্ত্রী মশার সঙ্গে মিলিত হয়, স্ত্রী মশার ডিম ফোটে না। ফলে মশার সংখ্যা কমে যায়। দ্বিতীয়টি হলো প্রতিস্থাপন কৌশল। যেখানে পুরুষ ও স্ত্রী উভয় ভালো মশাই ছাড়া হয়। উলবাকিয়া আক্রান্ত স্ত্রী মশারা প্রজন্মের পর প্রজন্মে এই ব্যাকটেরিয়া বয়ে বেড়ায় ও ছড়িয়ে দেয়। তারা উলবাকিয়া আক্রান্ত বা আক্রান্ত নয় এমন পুরুষদের সঙ্গে মিলিত হলেও তাদের বংশধর উলবাকিয়া বহন করে। এভাবে শেষ পর্যন্ত বন্য মশাদের প্রতিস্থাপন করে। এই দুটি কৌশলই বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. মোহাম্মদ শফিউল আলম বলেন, উলবাকিয়া অনেক দেশেই নিরাপদে ব্যবহার হয়েছে। এটি ডেঙ্গুসহ এ ধরনের ভাইরাসের বিরুদ্ধে দেশের জন্য নতুন প্রতিরক্ষার পথ খুলে দিতে পারে। এই গবেষণার প্রধান লেখক হাসান মোহাম্মদ আল-আমিন বলেন, ‘এই গবেষণা বাংলাদেশের জন্য মাঠপর্যায়ের পরীক্ষা পরিচালনার ভিত্তি তৈরি করেছে। যদিও পরীক্ষাগারের ফলাফল আশাব্যঞ্জক, তবে বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য সতর্ক পরিকল্পনা ও পরীক্ষা প্রয়োজন।’ স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সাত দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮৬ জন।
শিরোনাম
- পাকিস্তানের চার বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
- বন্ধ ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর
- কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ গ্রহণ
- কৈফিয়ত কিংবা বাস্তবতা
- পঞ্চগড়ে রেষম চাষের প্রশিক্ষণ শুরু
- ফকিরহাটে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত
- চাঁদপুরে ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
- চট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্ক
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
- ‘কৃষক লিগ’ নয়, ইউরোপ জয়ের পথে পিএসজি!
- বেলকুচিতে এ্যালকোহল পানে দুজনের মৃত্যু
- বাবাকে হত্যার পর ৯৯৯-এ কল দিয়ে পুলিশে জানালেন মেয়ে
- আবদুল হামিদের সঙ্গে আরও দেশ ছাড়লেন যারা
- ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হচ্ছেন?
- চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ
- ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা পরিহারের আহ্বান চীনা রাষ্ট্রদূতের
- ভিসি ভবনে তালা, ৪ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- টেবিলের শীর্ষে চোখ পাঞ্জাবের, টিকে থাকার লড়াইয়ে দিল্লি
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫
আপডেট:
০০:১৫, বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫
ডেঙ্গু ঠেকাতে কার্যকর ‘ভালো মশা’
২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর