সিলেট থেকে এ বছর হজে যাচ্ছেন ২ হাজার ৭০০ জন। এর মধ্যে ২ হাজার ৯০ জন হজযাত্রীই সরাসরি ফ্লাইটে সিলেট থেকে মক্কা ও মদিনা শরিফ যাবেন। এজন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে সরাসরি সৌদি আরবের মদিনা শরিফের উদ্দেশে উড়াল দেয় বিমান-বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। সিলেটের প্রথম ফ্লাইটটি যাচ্ছে সরাসরি মদিনায়। বাকি চারটি ফ্লাইট যাবে সরাসরি জেদ্দায়। হজযাত্রীদের সুবিধার জন্য এ বছর পাঁচটি হজ ফ্লাইট সিলেট থেকে পরিচালনা করা হবে। আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে পরবর্তী ফ্লাইট পরিচালিত হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে। এবারের সার্বিক ব্যবস্থাপনার খুশি সিলেটের হজযাত্রীরা।