সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বিচারক পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত নিউজ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট জানান, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) অনুযায়ী হাই কোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাই কোর্ট বিভাগের বিচারক পদ থেকে ২১ মে অপসারণ করেছেন। এর আগে বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বুধবার প্রজ্ঞাপন জারি করে। খোন্দকার দিলীরুজ্জামান ২০১৮ সালের ৩১ মে হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। ২০২০ সালের ৩০ মে তিনি হাই কোর্ট বিভাগের বিচারপতি হন। এর আগে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে অপসারণ করেন। ‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ২০ অক্টোবর থেকে প্রাথমিকভাবে হাই কোর্ট বিভাগের ১২ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়। সেই ১২ জনের মধ্যে এ দুই বিচারপতিও ছিলেন।