হবিগঞ্জের নবীগঞ্জে ১৪৪ ধারা ভেঙে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফারুক মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক উপজেলার তিমিরপুর গ্রামের আবদুল আউয়ালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আনমনু গ্রামের আশাহিদ আলী আশার সঙ্গে তিমিরপুর গ্রামের খসরু মিয়া তালুকদারের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। এ নিয়ে গেল কয়েক দিন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল বিকালে নবীগঞ্জ শহরের গাজীরটেক পয়েন্টে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এ সময় অন্তত ৫০টি দোকানপাট ও যানবাহন ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোটা এলাকায় নজরদারি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বলেন, ১৪৪ ধারা জারি করার পরও হাজারো মানুষ উত্তেজিত অবস্থায় বাজারে অবস্থান করছিল। সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।