রাজধানীর তেজগাঁও কলেজের এইচএসসি পরীক্ষার্থী নাফিউজ্জামান কৌশিকের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নিয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা বা আত্মহত্যা স্পষ্ট হবে। এর আগে, গত ১০ জুলাই রাজধানীর তেজগাঁও থানার মনিপুরী পাড়ার ১ নম্বর গলির ইউসুফ আলীর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় কৌশিকের লাশ উদ্ধার করে পুলিশ। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভালুকবেড় গ্রামের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মো. কামরুজ্জামান ও নাদিরা বেগম দম্পতির বড় সন্তান কৌশিক। মৃতের বাবা মো. কামরুজ্জামান বলছেন, কৌশিক মেধাবী ছাত্র। ফাতেমার সঙ্গে সাবলেট থাকত সে। ফাতেমা ও তার ছোট বোনসহ আরও দুজন এ হত্যাকাণ্ডে জড়িত। কারণ ফাতেমার স্বামী প্রবাসী। ফলে তার বাসায় অনেকের যাতায়াত ছিল। কৌশিক গোপন কোনো কিছু দেখে ফেলায় এবং তার স্বামীকে বলে দিতে পারে এমন সন্দেহে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কৌশিকের লাশ উদ্ধারের পর তেজগাঁও থানার এসআই মাহমুদুল হাসান সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠান। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, প্রাথমিকভাবে কৌশিকের মৃত্যু আত্মহত্যা মনে হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। যেহেতু মৃতের বাবা দাবি করছে অন্যকিছু, সে ক্ষেত্রে ময়নাতদন্ত রিপোর্ট এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শিরোনাম
- সম্পত্তি ফেরত পেতে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা এস আলমের
- কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল : পরিবেশ উপদেষ্টা
- আরও এক মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী
- অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন আহমদ
- পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, আবারও মোদির বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ
- জাতীয় নির্বাচন নাও হতে পারে, সবার আগে জুলাই সনদ হতে হবে: তাহের
- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
- যেভাবে নিজের ক্যারিয়ার কবর দিলেন সাকিব আল হাসান
- ঢাবিতে ভর্তি আবেদন শুরু, কোন ইউনিটের পরীক্ষা কবে?
- ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
- মেট্রোরেলের নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- ‘দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে যুবদল’
- বৃহস্পতিবার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
- অধ্যক্ষ-প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরিপত্র জারি
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- শিরোনামহীনের 'এই অবেলায় ২' আসছে ডিসেম্বরে
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি চলছে
- ভারতে দিওয়ালিতে জনপ্রিয় এক বাজি ফেটে অন্ধ বহু শিশু-কিশোর
- ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
কলেজ শিক্ষার্থীর মৃত্যুরহস্য
পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর