প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতিবাদে গতকাল সন্ধ্যায় ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি পালন করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাসের ভিতরে তিনটি কাকতাড়ুয়ার সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের তিন দাবিসংবলিত পোস্টার ঝুলিয়ে সেগুলোতে আগুন দেন আন্দোলনকারীরা। বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় তারা ‘ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘অটোপাস মেধাবী আর কতকাল জালাবি’ ইত্যাদি স্লোগান দেন।
তথ্যমতে, প্রকৌশল শিক্ষার্থীদের তিন দাবির মধ্যে ছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নবম গ্রেড) পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে, কোনো প্রমোশন কোটা চলবে না; সাব-এসিসট্যান্ট ইঞ্জিনিয়ারের (দশম গ্রেড) শতভাগ ডিপ্লোমা কোটা প্রত্যাহার করে বিএসসিদের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া কেউ ইঞ্জিনিয়ার নন। এসব দাবির প্রতিবাদে বুধবারও তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে সাড়ে তিন ঘণ্টা অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সারা দেশের বিভিন্ন স্থানেও পলিটেকনিক ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ, বিক্ষোভ সমাবেশ করেন।