প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয়ে আসছে বিশ্ব টয়লেট দিবস। মানুষের মধ্যে টয়লেট ব্যবহারে সচেতনতার সৃষ্টি এ দিবসের উদ্দেশ্য। নিজ বাড়িতে টয়লেট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকলেও পাবলিক টয়লেট ব্যবহারের সময় খুব কম মানুষই যত্মশীল হন। ফলে একের ভুলে অন্যকে প্রায়ই অপ্রস্তুত হয়ে পড়তে হয়। কিন্তু কিছু সাধারণ বিষয়ে নজর রাখলে এসব বিষয় এড়িয়ে যাওয়া যায়। তারই কয়েকটি-
টয়লেটে ঢুকে দরজা ভাল করে বন্ধ করুন। কেউ ভুলে দরজা খুলে ফেললে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়বেন। টয়লেটের ভিতরে কেউ থাকলে বার বার নক করবেন না। ধাক্কা দিয়ে তাকে বিরক্ত করবেন না। অপেক্ষা করুন।
ব্যবহারের পর যেন কমোড ভেজা না থাকে। অযথা পানি ফেলে টয়লেটের মেঝে ভেজাবেন না। অনেকেরই টয়লেট ব্যবহারের পর পা ধোওয়ার অভ্যাস থাকে। কিন্তু পাবলিক টয়লেটে এটা না করাই ভালো।
টয়লেট ব্যবহাররের পর ফ্লাশ করুন। পানি না থাকলে কর্তৃপক্ষকে জানান। টয়লেট ব্যবহারের পর হাত পরিস্কার করতে ভুলবেন না। প্রয়োজনের বেশি সময় টয়েলেটে বসে থাকবেন না।
ফোনে কথা বলে টয়লেট আটকে রাখবেন না। টিস্যু বা স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পর কমোড বা বেসিনে ফেলবেন না। এতে পানি আটকে গিয়ে টয়লেট নোংরা হয়।
প্রয়োজন মতো পানি খরচ করুন। বেসিন ব্যবহারের পর পানির কল অবশ্যই বন্ধ করুন। অন্য কেউ কল খুলে গেলেও আপনি দায়িত্ব নিয়ে বন্ধ করুন। টয়লেটে বসে ধূমপান করবেন না। অন্যদের দম বন্ধ লাগতে পারে। বদ্ধ জায়গায় বসে ধূমপানের ফলে দুর্ঘটনাও ঘটার আশঙ্কা থাকে।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৬/ফারজানা