বিয়ে করতে যাচ্ছেন? অ্যারেঞ্জ ম্যারেজ? তাহলে কিছু কথা আপনাকে বলে রাখাই ভালো। বিয়ের আগে পাত্রের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার সম্পর্কে অন্য বিষয়গুলোও একটু জানার চেষ্টা করুন। কারণ বিয়ের আগে বেশিরভাগ ক্ষেত্রে ছেলে, মেয়ে একে অপরকে ইমপ্রেস করার জন্য অনেকরকম কথাই বলে থাকেন, যার মধ্যে কিছু কিছু একেবারেই সত্যি নয়। তবে শুধু অ্যারেঞ্জ ম্যারেজই নয়, লাভ ম্যারেজেও কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। কারণ অনেকক্ষেত্রেই ছেলেরা বহু বিষয় মেয়েদেরকে জানায় না। গোপনেই রাখে সে সব কথা। তবে সবসময় যে তাকে বিশ্বাসঘাতকতা বলা যেতে পারে তা কিন্তু নয়। কিন্তু কেন এমন লুকোচুরি? কি সেই সব কথা, চলুন জেনে নেওয়া যাক-
১) আমি আজ পর্যন্ত কোন মেয়েকে খারাপ চোখে দেখিনি।
২) দেওয়া নেওয়া বিষয়টা আমার পছন্দ নয়। এক শাড়িতেই তোমাকে গ্রহণ করতে পারি।
৩) তোমার ভাই-বোন আমারও ভাই-বোন। আমার একটা দায়িত্ব রয়েছে তাদের প্রতি।
৪) তুমি সবসময় আমার চোখে সুন্দরী।
৫) আমার একমাত্র তোমার সঙ্গেই সময় কাটাতে ভালো লাগে।
৬) তোমার পরিবারের প্রত্যেককে আমার খুব ভালো লাগে।
৭) তুমি বলিউডের যে কোন নায়িকাকে টেক্কা দিতে পারবে।
৮) বিয়ের পর একা তুমি নও, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, সব দায়িত্ব ভাগ করে নেবো দু’জনে।
তবে ব্যতিক্রমও রয়েছে অনেক। আর তাই চোখ কান খোলা রেখে ব্যতিক্রম সেই মিঃ পারফেক্টকেই খুঁজে বের করুন। আফটার অল, বিয়ে বলে কথা, পুতুল খেলা তো নয়!
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/হিমেল