শরীরের স্পর্শকাতর অঙ্গ বিশেষ করে বগল, দুই উরুর মাঝে, প্রজনন অঙ্গের যত্ন নেয়াটা একটু কঠিনই হয়ে পড়ে কারো কারো জন্য। আবার লোম পরিষ্কার করার কারণে বগলে কালচে দাগ পড়ে যায়। আজকাল ত্বক সচেতন তরুণীরা বিউটি পার্লারে গিয়ে ওয়েক্সিং করিয়ে নেন। তবে লজ্জা বা অস্বস্তির কারণে কেউ কেউ সেটা করতে পারেন না।
আবার যাদের ওজন বেশি তাদের শরীরে নরম জায়গাগুলো যেখানে ভাঁজ পড়ে, সেসব স্থানে ঘাম জমে বেশি, দাগও পড়ে। প্রসাধনী ব্যবহার করেও সাধারণত এসব দাগের ক্ষেত্রে খুব একটা ফল মেলে না। কিন্তু আপনি চাইলে ঘরে বসেই এসব দাগ দূর করতে পারেন। এবং সেটা হবে মাত্র আধা ঘণ্টায়। চমকে গেলেন তো! আসুন তাহলে জেনে নেয়া যাক কিভাবে ঘরে বসে মাত্র ত্রিশ মিনিটে শরীরের স্পর্শকাতর স্থানের দাগ দূর করতে পারবেন।
আলুর রস: প্রতিদিন গোসলের আগে স্পর্শকাতর অঙ্গের যেখানে কালো দাগ রয়েছে, সেখানে আলুর রস লাগিয়ে দিন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
শসার রস: শসার রস যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে ব্যাপক উপকারী। দাগের স্থানগুলোতে শসার রস লাগিয়ে রাখুন ২০/২৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই উপকার পাবেন।
লেবুর রস: লেবুর রসকে বলা হয় প্রাকৃতিক ব্লিচ। তবে এটা সরাসরি স্পর্শকাতর অঙ্গে ব্যবহার করবেন না। লেবুর রসের সঙ্গে শসার রস ও এক চিমটি হলুদ মিশিয়ে লাগান। লেবু ও হলুদ দূর করবে কালো ছোপ আর শসা রক্ষা করবে ত্বককে। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
দুধ ও মুলতানি মাটির মিশ্রণ: কাঁচা দুধের সঙ্গে মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
স্পর্শকাতর অঙ্গের ত্বক যেহেতু নরম হয়, তাই যত্ন নেয়ার সময় সাবধান ও সচেতন থাকবেন। বাজার থেকে কেনা প্রসাধনী ব্যবহারের আগে এটার মান সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন। তা নইলে হিতে বিপরীত হতে পারে। তবে এক্ষেত্রে প্রাকৃতিক উপাদানই নিরাপদ এবং কাজও ভালো করে।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৩