পশ্চিমবঙ্গের তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দেয়া বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার। তিনি বলেন, বাংলায় লড়াকু টিএমসি নেত্রীর কথা অনেক শুনেছি। সুযোগ পেলেই মমতার সঙ্গে দেখা করতে চাই।”
সোমবার সকাল পৌনে ১০টার বরিভেলি স্টেশন স্টেশন চত্বরে লোকসভা নির্বাচনী প্রচারণায় এ কথা জানান তিনি।
এসময় তিনি বলেন, আমি উর্মিলা মাতন্ডকার। এতদিন আমাকে শুধু পর্দায় দেখেছেন। এবার আমি সরাসরি আপনাদের সামনে। আপনাদের জন্য কিছু করতে চাই।”
আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে মহারাষ্ট্রের মুম্বাই উত্তর সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপির গোপাল চিনাইয়া শেঠি ওই আসনে জিতেছিলেন।
গতবার এই আসনে কংগ্রেস লড়েনি। প্রতিপক্ষ উর্মিলাকে নিজেও ভাষণে বিঁধেছেন গোপাল। জবাবও দিয়েছেন উর্মিলা। এবার লড়াইয়ে কংগ্রেসের বাজি, “আমাদের উর্মিলা ‘তাই’ আছেন।” দলের ভরসা সেই উর্মিলা জনতার মন কেড়ে নিতে পারেন কি না, তাই দেখার।
সাত দফায় লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে শুরু হয়ে এবং ১৯ মে পর্যন্ত চলবে। ১১ এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম চারটি দফায় মহারাষ্ট্রে নির্বাচন হবে। ২৩ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন