গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন না হলে আমরা এই পদ-পদবীতে বসতে পারতাম না। কোনও সিপাহির বাঁশির হুইসেলে এদেশ স্বাধীন হয়নি। যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল তাকে মাথার উপরে রাখতে হবে। তাকে সবার উপরে সম্মান করতে হবে।
মুজিব বর্ষ উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জাতির জনকের ম্যুরাল উদ্বোধন বিষয়ে মন্ত্রী বলেন, যার জন্ম না হলে আমরা এই দেশটাকে পেতাম না, সেই মানুষকে আমরা অবহেলায় রেখেছি। ১৫ আগষ্ট একটি চেয়ার এনে অফিস থেকে বঙ্গবন্ধুর একটি ছবি নামিয়ে সেখানে ফুল দিয়ে দায়সারা ভাবে কিছু সময়ের জন্য তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার তা সরিয়ে ফেলা হত। মুজিব শতবর্ষে আজ নাজিরপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ধোধন করতে পেরে আমি আনন্দিত।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার ফহামি মোহাম্মদ সায়েফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিক, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার ।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        