নাটোর সদর হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য আইসিইউ না থাকার কারণ জানতে চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। করোনা ভাইরাস প্রতিরোধে জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক ভার্চুয়াল সভায় শনিবার দুপুরে পলক বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
পলক বলেন, ‘জেলার অধিকাংশ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল নাটোর সদর হাসপাতাল। এক বছরের বেশি সময় ধরে দেশে মহামারি চললেও এই হাসপাতালে আইসিইউ ও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা কিছুই নেই।’
কার গাফিলতিতে এতদিন ধরে প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ করার সরকারি নির্দেশ বাস্তবায়ন হয়নি তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করার আহ্বানও জানান তিনি। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        