লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
এসময় মন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, জাতির পিতার ভাস্কর্য লন্ডনে হয়েছে অনেক আগে কিন্তু এরই মধ্যে আমার আসা হয় নাই, আজ আমি দেখে মুগ্ধ অবিভূত ধন্যবাদ আফছার খান সাদেক কে এই মহান কাজ করে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাহাই প্রমাণ করে দেশপ্রেম কতটুকু। একজন বিশুদ্ধ মুজিব প্রেমিক, এই ভাস্কর্য করতে তাকে অনেক কাঠ খড় পুড়াতে হয়েছে।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আসিকুন নবী চৌধুরী, আফরুজ মিয়া, রেদোয়ান খান, ওমর ফারুক, ভাস্কর্যের প্রতিষ্ঠাতা আফছার খান সাদেক।
মন্ত্রী ভাস্কর্যের ৬ বছর পূর্তিতে 'মেমোরিজ অব বঙ্গবন্ধু' প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
বিডি প্রতিদিন/আরাফাতf