যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন শুধু দেখেন নি, কীভাবে তা বাস্তবায়ন করতে হয় সেটিও নিশ্চিত করেছেন। শিক্ষা প্রসারেও ব্যাপক ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু। শিক্ষাখাতে তাঁর গড়ে দেয়া ভীতের উপরে দাঁড়িয়েই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘তোমরা মাদক থেকে দূরে থাকবে। দুষ্টামি করেও কখনোই মাদক স্পর্শ করবে না। প্রয়োজনে বন্ধুত্বকে ছুড়ে ফেলবে কিন্তু মাদককে কখনোই গ্রহণ করবে না।’
বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অডিটোরিয়ামে গাজীপুর ইয়ুথ ডিবেটিং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:মহানগর বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সম্মানিত আলোচকের বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘আজকে যারা বিতর্ক চর্চার মধ্য দিয়ে বেড়ে উঠছো তোমরা মুক্তবুদ্ধির মানুষ হবে। দেশকে ভালোবাসার মানুষ হবে। প্রগাঢ়ভাবে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে জীবনের শুদ্ধতায় পৌঁছাবে।’
গাজীপুর ইয়ুথ ক্লাবের সভাপতি তৌহিদুল ইসলাম দীপের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর সাবেক উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম