মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘সন্ত্রাস, ভয়াবহ নৈরাজ্য, পেট্রল বোমা নিক্ষেপ করাসহ দুর্নীতির মহোৎসব হয়েছিল বিএনপি-জামায়াত সরকার আমলে। তারা আবার ক্ষমতায় আসতে চায়। তাদের সেই লক্ষ্য ব্যাহত করে দিতে হবে। যেকোনো মূল্যে বিএনপি ও জামায়াতকে প্রতিহত করতে হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বিকালে পিরোজপুরের নাজিরপুরে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ এবং এর অংগ সংগঠনের আয়োজনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন,‘যেকোনো মূল্যে আমরা স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি, সন্ত্রাস, বোমা ও পেট্রল বোমাবাজদের প্রতিহত করব এবং তাদের মাথাচাড়া দিয়ে উঠতে দেব না।’
নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেশব লাল দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট চণ্ডিচরণ পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক