মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার সুনিশ্চিত করেছেন। বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত রেখেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে স্বাধীনতা এনেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধাবাহিকতা বজায় রাখা দরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের পিরোজপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুদীপ্ত সরকার সূর্য, জেলা ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন বেপারী, রাজীব সিকদার, অনামিকা দাস গুপ্ত প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল