রহস্যজনকভাবে ৪৫ বছর আগে পাঠানো একটি চিঠি এসেছে কানাডার এক নারীর চিঠির বাক্সে। তার বোন তার কাছে চিঠিটি পাঠিয়েছিলেন। প্রায় কয়েক দশক আগে এ চিঠিটি লেখা হয়েছিল।
কানাডার এই নারীর নাম অ্যানী টিঙ্গল। তিনি সরকারি বেতার সিবিসিকে জানান, ১৯৬৯ সালে তার বোন ছয় সেন্ট মূল্যের একটি স্ট্যাম্পের সঙ্গে ডাকযোগে চিঠিটি তার কাছে পাঠায়। তখন তার বোনের বয়স ছিল মাত্র নয় বছর।
ডাক বিভাগ জানায়, খামটিতে শহর, প্রদেশ, পোস্ট কোড কিছুই লেখা ছিল না। এতে শুধু মাত্র প্রাপকের নাম, একটি রাস্তার নাম ও ভুল বাড়ির নম্বর লেখা ছিল।
কানাডার ডাকবিভাগ প্লাস্টিকের একটি মোড়কে মুড়ে চিঠিটি পাঠায়। এর সঙ্গে তারা একটি নোট পাঠায়। এতে খাম ও চিঠি নষ্ট হয়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করা হয়।
তবে চিঠিটি বিলম্বে পাঠানোর জন্য দুঃখ প্রকাশ করা হয়নি। নোটটিতে লেখা ছিল, 'প্রিয় গ্রাহক, আপনার চিঠিটি নষ্ট হয়ে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। ডাক বাক্সে এটিকে আমরা এ অবস্থায়ই পেয়েছি।'