প্রচণ্ড তাপদাহে পুড়ছে দেশ। বইছে ফোসকা পড়া লু হাওয়া। গরমে হাঁসফাঁস করছে সব বয়সী মানুষ। বৃষ্টির দেখা নেই। এমন পরিস্থিতিতে বৃষ্টি কামনায় গাইবান্ধায় ব্যাঙের বিয়ের আয়োজন করল একদল কিশোর-কিশোরী। একেবারে ছেলেখেলা নয়, নতুন শাড়ী-চুড়ি, পোশাক পরে বিয়েতে নাচ-গানও হল বেশ। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামে ব্যতিক্রধর্মী এ আয়োজনটি হয়।
ওই কিশোর-কিশোরীদের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নামবে। তাই বিয়ে উপলক্ষে সাজানো হয়েছিল চালন, কুলো, জ্বালানো হয়েছিল প্রদীপ। পান, সুপারি থেকে শুরু করে দুর্বা ঘাস, মিষ্টি, মাটির দলাসহ বিভিন্ন উপকরণ ছিল বিয়ের আয়োজনে। আগের দিন থেকে ধরে রাখা দু’টি ব্যাঙকেও রঙিন করে সাজানো হয়েছিল। গায়ে হলুদও হয় ব্যাঙ দু'টির।
বিয়ের আসরে দুই ব্যাঙের পক্ষের কিশোর-কিশোরীরা নাচলেনও বেশ। নিজেরাও সেজেছিলেন বর্ণিল সাজে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই জলাশয়ে নব দম্পতিকে ছেড়ে দেয় তারা।