ফেসবুকে বয়ফ্রেন্ডকে নিয়ে ঝগড়া শেষ পর্যন্ত কেড়ে নিলো কিশোরীর প্রাণ। প্রকাশ্য দিবালোকে এক কিশোরীকে গুলি করে হত্যা করল ১৪ বছর বয়সের অন্য এক স্কুলছাত্রী। যুক্তরাষ্ট্রের শিকাগোতে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
ফেসবুকে বয়ফ্রেন্ডকে নিয়ে উভয় স্কুলছাত্রীর মধ্যে বিবাদ তৈরি হয়। তার সমাপ্তি ঘটে যখন এক স্কুলছাত্রী গুলি করে মারে অন্য ছাত্রী এন্ডিয়া মার্টিনকে।
এই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে সেই স্কুলছাত্রী ছাড়াও আরও এসেছে ১৭ বছর বয়সী এক তরুণের নাম। তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ রয়েছে।
ঘটনার সময় এন্ডিয়া ও তার বন্ধুরা বাড়ির গেটের কাছে ছিল। সে সময় বন্দুকধারী স্কুলছাত্রী তার বন্ধুদের নিয়ে এসে গুলি করে তাকে হত্যা করে।
পরে জানা যায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি ১৪ এপ্রিল একটি গাড়ি থেকে চুরি হয়েছিল।
হত্যাকাণ্ডের কারণ হিসেবে জানা গেছে, ফেসবুকে তারা এক ছেলেকে নিয়ে পরস্পর বিবাদে লিপ্ত হয়েছিল। দুইটি মেয়েই একটি ছেলেকে ভালবাসত। যার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে।