মুখে আঙ্গুল দিয়ে জানা যাবে আপনি 'হট' কি না। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। বিশ্বজুড়ে লাখ লাখ নারী মুখে আঙ্গুল দিয়ে এখন এই খেলায় নেমেছে। সবাই জানতে চাইছেন বাস্তবে তারা 'হট' কি না।
'হট অর নট' ফিঙ্গার টেস্ট সোস্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চিনে বহু সেলিব্রেটিও এই আজব খেলায় মেতে উঠেছেন। মুখে আঙ্গুল দেওয়া ছবি আপলোড করছেন সোস্যাল নেটওয়ার্ক সাইটে।
এই ফিঙ্গার টেস্ট অনুসারে আপনার তর্জনী নাক আর থুঁতনিতে লাগিয়ে রাখা যায় এবং আঙ্গুল ঠোঁট ছুঁয়ে গেলে আপনি সুন্দরী বা হট। আর এমনটা না হলে আপনি সুন্দরী নন।
চীনের জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট weibo থেকে এই ট্রেন্ড শুরু হয়েছে। তবে, ওই সোস্যাল সাইট বলছে, এতে দুঃখ পাওয়ার কিছু নেই। এটা একটা খেলামাত্র।
প্রকৃতপক্ষে, কসমেটিক সার্জারি করার সময় এই থিওরি ব্যবহার করা হয়। যা এখন একটা খেলায় পরিণত হয়েছে সোস্যাল মিডিয়া জুড়ে।