পাঁচমাস আগে ভারতের মথুরা-বৃন্দাবনের একটি খালে নরকঙ্কাল পাওয়া যায়। সেই নরকঙ্কালটি কেথরা এলাকার বাসিন্দা সুভাষ (২৪) নামে এক যুবকের বলে দাবি করা হয়। কিন্তু, তাকে বৃহস্পতিবার পাওয়া গেল এক সুন্দরী বান্ধবীর হাত ধরে ঘুরে বেড়াতে। এনিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়াল বৃন্দাবনে।
এ বছরের জানুয়ারি মাসে ওই যুবককে খুন করার অভিযোগ ওঠে এক যুবতীর পরিবারের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকে যুবতীটিও বেপাত্তা ছিল। মামলাটি অনার কিলিং বলে প্রচার হয়েছিল।
কিন্তু, ওই যুবকের গত পাঁচমাস ধরে খুনের রহস্য উন্মোচনের দাবি করে আসছিল। কিন্তু, বুধবার পুলিশ ওই যুবতী এবং সুভাষকে গ্রেফতার করে। তারপরেই রহস্য সামনে আসে। প্রকৃতপক্ষে ওই দু’জনকে খুন করা হয়নি। তারা নিজেদের ইচ্ছায় আত্মগোপন করেছিল।