মৃত্যুর পরও প্রেমকে জীবন্ত করে রেখেছেন প্রেমিক যুগল। মৃত দুই তরুণ-তরুণী পরষ্পরকে জড়িয়ে ধরে রেখেছে। সবচে' বিস্ময়ের বিষয় এই যে, মৃত্যুর পর প্রায় সাড়ে ছ' মাসেও দেহগুলিতে পচন ধরেনি বা ঠুকরে খায়নি কোনও সামুদ্রিক প্রাণী।
২০১৩ সালের অক্টোবর মাস। সিরিয়া থেকে ইতালির উদ্দেশ্যে একটি ছোট জাহাজে রওনা দেন একদল শরণার্থী। কিন্তু ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে খারাপ আবহাওয়ার কারণে সলিল সমাধি হয় ৩০০ জন যাত্রীর। সম্প্রতি ওই এলাকায় ভূমধ্যসাগরের তলদেশে তল্লাসি চালায় ল্যাম্পেডুসার পুলিশ। সমুদ্রের অতলে ডুবুরিরা বিধ্বস্ত জাহাজটিকে অবশেষে খুঁজে পেয়েছেন। সাগরের নীচে মুখ থুবড়ে পড়ে থাকা জলযানের আশেপাশে ও ভিতরে মিলেছে অসংখ্য ভাগ্যহীনের দেহ।
ডুবে যাওয়া এই জাহাজের এক কোণে সন্ধান মেলে এমনই এক প্রেমিক যুগলের যারা প্রবল ভালোবাসায় আলিঙ্গনাবদ্ধ আর যাদের দেহ পুরোপুরি অক্ষত। হয়তো প্রেমের চিরভাস্বর রূপ মূর্ত করে রাখতে প্রকৃতিরই এ এক অভিনব প্রদর্শন!