পানি আনতে দেরি করায় স্ত্রীকে হত্যা করলেন পাষণ্ড স্বামী৷ এমনই এক ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ের রায়পুরে। খবর অনুযায়ী মৃতা পুজা বাড়িতে খাবার তৈরি করছিলেন৷ এমন সময় তার স্বামী তাকে পানি আনতে বলেন৷ কিন্তু, খাবার পুড়ে যাওয়ার ভয়ে তা চুলার উপর থেকে নামিয়ে পানি দিতে তার কিছুটা দেরি হয়ে যায়। এ কারণে স্বামী তাকে বকতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দু'জনের মধ্যে ঝগড়া বেড়ে যায়। মদ্যপ অবস্থায় স্বামী তার স্ত্রীর গায়ে পাথর ছুঁড়ে মারতে থাকেন। এক পর্যায়ে চুলা থেকে জ্বলন্ত কাঠ তুলে তা স্ত্রীর পেটে ঢুকিয়ে দেন। এতে পুজা মারাত্মক আহত হন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় পুজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়৷
প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন৷ এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুজা অভিযুক্ত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী ছিলেন৷ তারা দুজনে কয়েক বছর ধরে একসঙ্গেই থাকতেন৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য৷