মার্কিন প্যারা সাইকোলজিস্ট আলেক্সজান্ডার ইমিচ বিশ্বের প্রবীণতম মানুষ হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন। ইমিচের বয়স ১১১ বছর।
এতদিন বিশ্বের প্রবীণতম ব্যক্তির খেতাবটি ছিল ইতালির অরতুরো লিকাতার। গত মাসে প্রায় ১১২ বছর বেঁচে অরতুরো মারা যাওয়ার পর এখন ইমিচ সেই খেতাবের মালিক।
১৯০৩ সালের ৪ ফেব্রুয়ারি ইমিচ পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে তিনি ও তার স্ত্রী চলে আসেন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে। ১৯৮৬ সালে মারা যান ইমিচের স্ত্রী। সুস্থ ও রুচিশীল জীবনযাপনই দীর্ঘজীবনের রহস্য বলে জানান ইমিচ।