প্রায় দেড় কোটি বছর আগে পৃথিবীর বুকে বাস করত এক অতিকায় সাপ, যার তুলনায় অ্যানাকোন্ডা নেহাতই শিশু। যা লম্বায় প্রায় ৫০ ফিট। ওজন আন্দাজ ১১২৪ কেজি। প্রাতরাশে প্রতিদিন তার একটি বড় কুমির না হলে পেট ভরে না।
এর নাম টাইটানোবোয়া।
বর্তমান কলম্বিয়ার এক কয়লা খনির ভিতরে মিলেছে প্রাগৈতিহাসিক এই দানবীয় সরীসৃপের জীবাশ্ম। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমান পৃথিবীর বৃহত্তম সাপ সবুজ অ্যানাকোন্ডার চেয়ে দশগুণ ভারী এই সাপ বাস করত জলাভূমিতে। প্রধানত লাঙফিশ, বড় কচ্ছপ এবং বিশাল চেহারার কুমির শিকার করে খোরাকি জোটাত তারা।
আমেরিকার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ডী জীবাশ্মবিদ ডেভিড পলির মতে, বিশালাকায় আকৃতির কারণে দিনের বেশির ভাগ সময় জলেই কাটাত টাইটানোবোয়ারা।
দৈত্যকার এই প্রাণিটির রেপ্লিকা কলাম্বিয়ার স্মিথসোনিয়ান ন্যাশনাল মউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে রাখা হয়েছে।