হাতির পাঁচ পা দেখার কথা প্রবাদ বাক্যে শোনা যায়। কিন্তু, মুরগির চার পা দেখার কথা কি কেউ শুনেছেন? শুধু শোনা নয়, এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকায়। আবদুল মজিদের একটি মুরগির ডিম থেকে চার পা বিশিষ্ট ফুটফুটে বাচ্চা ফুটেছে।
এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা মুরগির বাচ্চাটিকে একনজর দেখতে আবদুল মজিদের বাড়িতে ভিড় জমাচ্ছে।
মুরগির মালিক আবদুল মজিদের ছেলে সবুজ জানান, মুরগির বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে। বাচ্চাটি হাঁটাচলার সময় চারটি পা ব্যবহার করছে।