দেশজুড়ে একের পর এক ধর্ষণ! প্রতিদিনই কেউ না কেউ খবরের পাতার শিরোনাম হচ্ছে ধর্ষিত হয়ে। এবার ধর্ষণের বিরুদ্ধে নগ্ন হয়ে প্রতিবাদ জানাল ভারতের মণিপুর রাজ্যের বেশ কয়েকজন সাহসী নারী। পুরুষ সমাজের বিবেকে করল হাতুড়ির আঘাত। সেনা জওয়ানের হাতে ধর্ষণ এবং নিগ্রহের প্রতিবাদে নগ্ন মিছিল করে তারা মণিপুরের রাজপথে। নির্ভয়া মৃত্যুর আগে নিজের মধ্যে জ্বলতে থাকা প্রতিবাদের আগুন সঞ্চারিত করেছিলেন আম জনতার মধ্যে। তোলপাড় হয়ে গিয়েছিল সারা দেশ। কিন্তু তাতে পৈশাচিকতায় কোনও ভাঁটা পড়েনি। নির্ভয়ার সেই তুষের আগুন আজ নগ্নতার অন্তরালে প্রতিবাদের ভাষা হয়ে এসেছে রাজপথে।
কথায় বলে রক্ষকই ভক্ষক। কিন্তু সেই রক্ষকের শরীরে যদি পড়ে ধর্ষণের আঁচড়? তখন কোথায় মুখ লুকায় গণতন্ত্র? সেই প্রশ্নের উত্তর জানা না থাকলেও একদল সাহসী মহিলা আইনজীবী যে তাদের সহকর্মীর উপর হওয়া পৈশাচিক অত্যাচার মুখ বুজে সহ্য করে নেবেন না তা স্পষ্ট বুঝিয়ে দিলেন। হোক না সেই সহকর্মী অপরিচিতা। তাতে কী বা যায় আসে! মনুষ্যত্বের কর্তব্য তো পরিচিত-অপরিচিত বুঝে হয় না। সেই কর্তব্যের তাগিদেই উত্তরপ্রদেশের নারী বিচারককে ধর্ষণের প্রতিবাদে কেরলের হাইকোর্টের নারী আইনজীবীরা নগ্ন হয়ে পথে হাঁটলেন। গায়ের উপর আলগা হয়ে পড়ে রইল সাদা, গেরুয়া এবং সবুজ কাপড়। পাশাপাশি দাঁড়ালে তবেই যে পূর্ণ হয় ভারতের পতাকা। কিন্তু একজনও ছিটকে গেলে হারিয়ে যায় পতাকার বা দেশের অস্তিত্ব। কোচির রাজপথকে সাক্ষী রাখল এই ধিক্কারের। বদল কী আসবে?