ভারতীয় এক যুবক বিয়ের আগে প্রেমিকাকে চুমু দিয়ে দুবাইতে বিচারের সম্মুখীন হলেন। ফেসবুকে পাকিস্তানি এক যুবতীর সঙ্গে তার পরিচয় হয়েছিল।
দুবাইয়ের এক আদালত এদের এক অপরকে আলিঙ্গন করে চুম্বন বিষয়টিকে এক ভয়ানক অপরাধ বলে গণ্য করেছে। অবশ্য ২৪ বছর বয়সী এই যুবক-যুবতীর বক্তব্য শুনে রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়েছেন বিচারপতিরা।
তারা আদালতে জানিয়েছেন, তারা ২০ বারেরও বেশি একত্রে রাত কাটিয়েছেন এবং অসংখ্যবার একে অপরকে চুমু খেয়েছেন।
পাকিস্তানি ওই যুবতী আদালতকে আরো বলেছেন, প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি পাওয়ার পরেই তিনি নৈশযাপন করেছেন। আর এটাকে আদৌ কোনো অপরাধ বলে তিনি ভাবেন না।
দুপক্ষের এই যুক্তিতর্কের মধ্যে এই মামলার বিচার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে।