সামাজিক যোগাযোগের দু'টি জনপ্রিয় মাধ্যম টুইটার এবং ফেসবুকেও এবার মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ' নজরদারি শুরু করেছে। তবে তা আসলে অপরাধীদের ধরতে নয়।
মূলত আনুষ্ঠানিক কাজকর্ম পরিচালনা করার জন্যই এ নজরদারি বলে জানিয়েছে সিআইএ কর্তৃপক্ষ। অফিসিয়াল কাজকর্মে আধুনিকতার সঙ্গে নতুন গতি সৃষ্টির লক্ষ্যে টুইটার, ফেসবুকে পেজ খুলেছে সংস্থাটি।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ দুই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিআইএ তাদের পেজ খুলেছে।
ইতোমধ্যে তাদের এই দুই পেজে ক্রমান্বয়ে বাড়ছে লাইক, ফলো, ফেভারিট মন্তব্যের বিষয়গুলো। এই হার আরো অনেক বৃদ্ধি পাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।