ছেলের শরীরের ওজন অস্বাভাবিকহারে বৃদ্ধির কারণে এক ব্রিটিশ দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলের বয়স ১১ বছর ও উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। বর্তমানে তার শরীরের ওজন ৯৫ কেজির খানিকটা বেশি। পরে অবশ্য মা-বাবা ছেলেকে অধিকতর যত্ন নেওয়ার আশ্বাস দিয়ে মুক্তি পান।
ছেলেটির মা-বাবা বলেছে, তাদের ছেলের ওজন বৃদ্ধির কারণে তারা মূলত দায়ী নয়। এটি তার জিনগত সমস্যা। তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও মোটা।
তবে তারা তাদের ছেলেকে স্বাভাবিক অবস্থায় দেখতে চায়। গ্রেফতারের পর ছেলেটিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে এখন তাদেরকে বেশ তৎপর দেখা যাচ্ছে। মা-বাবা এখন ছেলেকে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিচ্ছেন এবং ছেলেটি যাতে তা মেনে চলেন সে ব্যাপারেও বেশ সচেতন মনে হচ্ছে তাদের।
পুলিশ জানিয়েছে, তারা এক দম্পতিকে সন্তানের স্বাস্থ্যের উপর সঠিকভাবে নজর না দেওয়ার কারণে গ্রেফতার করেছিল। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।