বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় এটা অনেকেই বিশ্বাস করেন না। তবে এখন এই কথা মেনে নিতেই হবে যে, বিয়ের পর মানুষ মোটা হয়ে যায়, বিশেষ করে মেয়েরা। কেননা এটা গবেষণায় পাওয়া তথ্য।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞেরা ৩৫০ জন নারীর ওপর গবেষণা করে বের করেন এই তথ্য। দেখা যায়, বিয়ের পর প্রথম ছয় মাসে নারীরা প্রায় পাঁচ পাউন্ডের মতো ওজন বাড়িয়ে ফেলেন। পর্যবেক্ষণ করে দেখা যায়, যারা বিয়ের সময়ে সুন্দর দেখাতে নিজের ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলেন, বিয়ের পর তাদের ওজন দ্রুত বেড়ে যায়।
অনেকেই আছেন যারা বিয়ের আগে কঠিন ডায়েটিং-এর মাধ্যমে ওজন কমিয়ে ফেলে। গবেষণায় দেখা গেছে, বিয়ের ছয় মাস পর এদের ওজন বেড়েছে গড়ে ৪.৭ পাউন্ড (২.১ কেজি)। দেখা যাচ্ছে যে, বিয়ের আগে যারা অন্যদের থেকে ওজন কমানোর জন্য চাপের মুখে ছিলেন, তারাই বিয়ের পরে এভাবে মুটিয়ে যাচ্ছেন। আর বিয়ের আগে এমন ওজন কমানোর চাপ যেসব কনের থাকে না, বিয়ের পর তাদের ওজন বাড়ার পরিমাণ প্রায় তিনগুণ কম হয়।
বিয়ের আগে ওজন কমানোর একটা তাগিদ থাকলেও বিয়ের পরে অনেক নারীরই ওজন নিয়ন্ত্রণের ব্যাপারে সচেতন থাকেন না। আবার অনেকে মনে করেন, বিয়ের পরে তাদের আকর্ষণীয় ফিগার বজায় রাখার দরকার নেই, এ কারণেও তাদের ওজন এভাবে বাড়তে দেখা যায়।