পশ্চিম আমেরিকার মনটোনা প্রদেশের কিছু বাড়িতে কল খুললেই পানির সঙ্গে বেরিয়ে আসছে সোনার টুকরো!
মনটোনা প্রদেশের এক বাসিন্দা ফেসবুকে জানালেন, আজ সকালেই তিনি এক বালতি পানিতে অনেকটা সোনা পেয়েছেন। সবার আগে নাকি এক ভদ্রমহিলা প্রথম বার আবিষ্কার করেন কলের পানি থেকে সোনা বের হচ্ছে। তা তিনি প্রথমে হয়তো ভেবেছিলেন নিজের সোনার হারটাই হয়তো ছিঁড়ে গেছে।
কলের পানিতে সোনা বেরোনোর আনন্দে নাচানাচি না করে তাঁরা উল্টে ক্ষোভ প্রকাশ করছেন। ওইসব মার্কিনারা বলছেন, পানিতে সোনা বেরোচ্ছে মানে এটা খেলে বড় অসুখ হবে। তাই প্রতিবাদ চলছে, ক্ষোভও হচ্ছে। তাঁদের কথা শুনে মনে হচ্ছে পানি হল পান করে তৃষ্ণা মেটানোর জন্য, সোনা তো জুয়েলারি শপে গিয়ে কিনতে পারব।
ঘটনাটি হল যেসব বাড়ির কল থেকে সোনার টুকরো বেরোচ্ছে তার কিছুটা দূরেই একটা সোনার খনি আছে, কোনোভাবে সোনার খনি থেকে বর্জ্য পদার্থগুলো বেরিয়ো জলের সঙ্গে মিশছে। তাই ক্ষোভ হচ্ছে মার্কিনীদের।