প্রেমের খবর জানাজানি হওয়ায় গাজীপুরের শ্রীপুর জৈনা বাজার এলাকায় তানভীর আহমেদ ওরফে কোরবান আলী (১৮) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন! সোমবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি আত্মহত্যা করেন।
নিহত যুবকের বাবার নাম এমরান আলী। বাড়ি নঁওগা জেলার পত্নীতলা থানার আতরাই গ্রামে। তিনি শ্রীপুর উপজেলার জৈনাবাজারে এলাহী প্লাজার দ্বিতীয় তলায় অনিক কম্পিউটারে দুলাভাইয়ের দোকানের কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দোকানে বসে কোরবান আলী মোবাইলে তার গ্রামের বাড়ির এক মেয়ের সঙ্গে প্রেম করতেন। কিন্তু এ খবর জানাজানি হওয়ায় তার দুলাভাই ব্যবহৃত মোবাইলটি নিয়ে তাকে গ্রামের বাড়ি চলে যাওয়ার জন্য বলেন।
এ ঘটনার পর পরিবারের ভয়ে কোরবান বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানান স্থানীয়রা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।