শালীর বিয়েতে এসে খুন হলেন দুলাভাই। ভারতের উত্তরাখন্ডের লক্সরে সোমবার সকালে বাইক আরোহী দুই যুবক তাকে গুলি করে৷ শালীকে মেকআপ করাতে বিউটি পার্লারে নিয়ে যাওয়ার সময় এই হামলা হয়৷ পুলিশ বিয়ের কনে ও তার বাবাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে৷
সোমবার কলসিয়া গ্রামের বাসিন্দা বীর সিংয়ের মেয়ের বিয়েতে তার বড় জামাই অনিল কুমার বিজৌন থেকে এসে যোগ দেন। বিয়ের দিন সকালে অনিল তার শালীকে বাইকে করে বিউটি পার্লারে নিয়ে যাচ্ছিলেন৷ সেই সময় অনিলের ছোট ছেলেও তার সঙ্গে ছিল৷ তারা যখন সৌদাবাদের কাছে আসেন তখন যুবতী গাড়ি থামিয়ে শৌচাগারে যান। এই সময় বাইকে দুই যুবক এসে অনিলকে বুকে ছুরি মেরে ও গুলি করে পালায়৷ আশঙ্কাজনক অবস্থায় অনিলকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷
এ ঘটনার সঙ্গে অনিলের শালী জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এসএসপি সদানন্দ দাতে এসপি অজয় সিংয়ের সঙ্গে ঘটনাস্থলে যান ও খানপুর থানায় পৌঁছে হেফাজতে থাকা লোকেদের জিজ্ঞাসাবাদ করেন৷ তিনি জানিয়েছেন, ঘটনার পিছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে৷