প্রেমিকাকে ফোন করেই ফেঁসে গেল এক চোর আর ধরা পড়ল গাড়ি চুরির গোটা গ্যাং৷ ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটেছে এই ঘটনা৷
চোরের দলটি একটি গাড়ি চুরি করেছিল৷ গাড়িতেই পড়েছিল গাড়ির মালিকের মোবাইল ফোন৷ দলের এক চোর সেই ফোন থেকেই নিজের প্রেমিকাকে ফোন করে৷ পুলিশ এই কলটিকে ট্রেস করে লোকেশন জেনে গোটা গাড়ি চোরের দলকে ধরে ফেলে৷ এই গ্যাংটি এ পর্যন্ত ১০০টিরও বেশি গাড়ি চুরি করেছে৷ পুলিশ এই দলের কাছ থেকে ছয়টি গাড়ি ও তিনটি বাইক উদ্ধার করে৷
গাজিয়াবাদের এসপি সিটি শিবহরি মীনা জানিয়েছেন, এই গ্যাংয়ের এক সদস্য গাড়িতে থাকা মোবাইল ফোন থেকে তার প্রেমিকাকে ফোন করেছিল৷ পুলিশ এটিকে ট্রেস করেই চোরদের ধরেছে৷
এই গ্যাংটি এতই চালাক ছিল যে মিনিটের মধ্যে গাড়ি চুরি করে নিত। এরা চুরি করা গাড়ি বা বাইক বিভিন্ন শপিং মলের কাছাকাছি পার্কিংয়ে দাঁড় করিয়ে দিত যেন কেউ সন্দেহ না করে৷ কিছুদিন পর পরিস্থিতি শান্ত হলে তারা ওই গাড়িগুলি বিক্রি করে দিত৷ পুলিশ আটকদের কাছ থেকে ছুরি ও চুরির সরঞ্জাম উদ্ধার করেছে।