স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে নির্যাতনের অভিযোগ করেছিল এক গৃহবধূ। পুলিশ দুই পক্ষকেই থানায় ডেকে আনে। এবার থানায় বসেই পুলিশের সামনে নির্যাতিতার স্বামী, শ্বশুর ও দেওর তাকে মারতে শুরু করে। ভারতের ভোগপুর এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নির্যাতিতার কাকা জানিয়েছেন, তার ভাইঝির বিয়ে ১৮ মাস আগে ভোগপুরের এক বাসিন্দার সঙ্গে হয়েছিল৷ বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ভাইঝির স্বামী তাকে মারধর করত৷ অবশেষে সহ্য করতে না পেরে সম্প্রতি তার ভাইঝি বাটালা থানার এসএসপির কাছে অভিযোগ করে সুবিচারের দাবি করে৷ এসএসপি এই মামলার তদন্তভার দেয় ওমেন সেলকে।
এদিকে মামলার কারণে মঙ্গলবার থানার ওমেল সেলে দুইপক্ষকে ডাকা হয়৷ যখন পুলিশ কর্মচারী দুই পক্ষের কথা শুনছিলেন তখন নির্যাতিতার স্বামী, দেওর ও শ্বশুর সেখানেই তাকে মারতে শুরু করেন৷ ওমেল সেলের আধিকারিক বলজিত কৌর জানিয়েছেন, ওই নারীর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মারধরের অভিযোগে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।