মুম্বাইসহ ভারতের মহারাষ্ট্রে ড্যান্স বার নিষিদ্ধ করে আইন জারি করেছে রাজ্য সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার জানিয়েছে, রাজ্য সরকারের মন্ত্রিপরিষদে গৃহীত এ আইন বলিউডের শহর মুম্বাইসহ রাজ্যের অন্য অঞ্চলগুলোতে কার্যকর হবে। সরকারি সূত্র মতে, এ আইনের মাধ্যমে থ্রি ও ফাইভ-স্টার হোটেলগুলোতে ড্যান্স বার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায়ে বলা হয়, মুম্বাই পুলিশের বিধান অনুযায়ী নিষিদ্ধ হওয়া ড্যান্স বারগুলো নিবন্ধন নিলে এগুলোর কর্মীরা ফের কাজ শুরু করতে পারবেন।