দুই বিপরীত মেরুতে অবস্থান করছেন সাবেক সিসিক মেয়র কামরান ও বর্তমান সিসিক মেয়র আরিফ। একজনের ঘরে মিলমিশ থাকলেও, আরেকজনের ঘরে দ্বন্ধ দেখা দিয়েছে! ফলে একজন আছেন বেশ খোশমেজাজে, অন্যজন আছেন উত্তেজনায়! প্রতিপক্ষকে নিয়ে কামরানের কোনোও টেনশন না থাকলেও, আরিফ কিভাবে প্রতিপক্ষকে হারানো যায় সেই চিন্তা কিছুটা হলেও করছেন। এ যে মর্যাদার লড়াই!
কামরানের ঘরে মিলমিশ আর আরিফের ঘরে দ্বন্ধ মূলত বিশ্বকাপ ফুটবল-২০১৪কে কেন্দ্র করে। সাবেক সিসিক মেয়র কামরান নিজে যেমন আর্জেন্টিনার সমর্থক, তেমনি তাঁর স্ত্রী আসমা কামরানও একই দলের সমর্থন। ফলে কামরানের নিজের ঘরে বিশ্বকাপে থাকছে না কোনোও প্রতিপক্ষ। স্বামী-স্ত্রী মিলে একইসাথে, কোনোও মর্যাদার লড়াই ছাড়াই বিশ্বকাপ ম্যাচ দেখবেন কামরান-আসমা দম্পতি। অর্থাৎ বিশ্বকাপে কামরানের ঘরে মিলমিশ আছে, এটা বলাই যায়!
অন্যদিকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ঘরে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেখা দিয়েছে মর্যাদার লড়াই! আরিফ আর্জেন্টিনার সমর্থক হলেও তাঁর স্ত্রী শ্যামা হক ব্রাজিলের সমর্থক! এ নিয়ে মেয়র আরিফের ঘরে চলছে শীতল যুদ্ধ। প্রবল প্রতিপক্ষকে হারাতে চান দু’জনই। আর্জেন্টিনা সমর্থক আরিফ চাইছেন বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিক! তারপর আর্জেন্টিনা উঁচিয়ে ধরুক বিশ্বকাপ ট্রফি। আর শ্যামা হক চাইছেন মারকানায় হেক্সা শিরোপার ট্রফি জিতে আরেকবার বিশ্বকে সাম্বা ছন্দের ফুটবলের কথা মনে করিয়ে দিতে। শেষ পর্যন্ত এই সুখী দম্পতির কে জয়ী হবেন এবং হারার দলে থাকা জনের অবস্থা তখন কেমন হবে, সেটা জানতে সময়ের সাথে চলা ছাড়া বিকল্প নেই।
এদিকে কাকতালীয়ভাবে সিসিকের সাবেক মেয়র ও বর্তমান মেয়র দু’জনই বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক। রাজনীতির মাঠে প্রতিপক্ষ থাকলে বিশ্বকাপের মাঠে এই দুই নেতা একই দলের সমর্থক!