জাপানে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি ভয়ংকর হাঙরের মুখ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন। তবে তিনি গুরুতর আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত রবিবার বিকেলে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সহকর্মীদের সঙ্গে সার্ফিং করার সময় হাঙরের মুখে পড়েন সার্ফারদের জীবনরক্ষাকারী তসুইয়োশি তাকাহাশি। সাঁতার কাটার সময় তসুইয়োশি তাকাহাশির ঠিক নিচেই সাঁতার দিচ্ছিলো এই হাঙর, তবে কেউই হাঙরটির উপস্থিতি টের পায়নি। হাঙরটি সুযোগ খুঁজছিলো সারফারদের নিজের খাবার বানাতে। তসুইয়োশি তাকাহাশি কিছু বুঝে উঠার আগেই হাঙরটির ভয়ংকর কামড়ের শিকারে পরিণত হন।
কর্মকর্তারা জানান, হাঙরটি তাকাহাশির বাঁ হাতে ধারালো দাঁত বসিয়ে দিয়েছে। উদ্ধার পাওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাঁকে ৩০টি সেলাই নিতে হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।