এক ন্যক্কারজনক ঘটনার সাক্ষী থাকল ভারতের মধ্যপ্রদেশ৷ গণধর্ষণ করার পর অর্ধনগ্ন করে গ্রামের রাস্তায় ঘোরানো হল এক গৃহবধূকে। পান করানো হয় মুত্র।
মঙ্গলবার মধ্যপ্রদেশের ভিলাই বোরখেদি গ্রামে ঘটনাটি ঘটে৷ উপজাতি সম্প্রদায়ের ওই নারীকে ১০ জন মিলে গণধর্ষণ করে। জোর করে মুত্র পান করানো হয়। অপরাধীদের এই দলে ছিল খোঁদ তার স্বামী। শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসে৷
উল্লেখ্য, কয়েক মাস আগে জমি নিয়ে স্বামীর সঙ্গে ওই নারীর বচসা বাধে৷ তখন রাগের মাথায় স্ত্রীকে কুঠার দিয়ে আক্রমন করে সে। তখন স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই নারী। এরপর দশ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে পাশের গ্রামে বাপের বাড়ি চলে যান নির্যাতিতা৷ মঙ্গলবার রাতে থানায় দায়ের হওয়া মামলা নিয়ে কথা বলার জন্য ওই নারীকে ডেকে পাঠায় তার স্বামী৷ কিন্তু ছেলেকে নিয়ে গ্রামে ঢোকার পরই তাকে ফাঁদে ফেলা হয়৷ জোর করে টেনে নিয়ে যাওয়া হয় একটি স্টোর রুমে৷ সেখানে তার উপর পাশবিক অত্যাচার চালায় তার স্বামীসহ আরও ৯ জন। এরপর অর্ধনগ্ন করে গ্রামের মধ্যে ঘোরানো হয়। বৃহস্পতিবার খবর পেয়ে ওই স্টোর রুম থেকে তাকে উদ্ধার করে তার বাড়ির লোকজন৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। অভিযুক্ত দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷