চালকের কেবিনে উইন্ডশিল্ডে ফাটল, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রেহাই পেল মুম্বাইগামী রয়াল ভুটান এয়ার লাইন্সের বিমান। দমদম বিমান বন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। বিমানের ৭৮ জন যাত্রী নিরাপদ আছেন। পারো থেকে রওনা হওয়ার খানিক পরেই কেবিনের উইন্ডশিল্ডে ফাটল নজরে আসে চালকের।
বিমানটি তখন কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের আওতায় ছিল। বিপদ আশঙ্কা করে এসওএস পাঠান চালক। বিমানটিকে দমদমে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়।